নিউমার্কেটে জমজমাট ঈদের কেনাকাটা, ক্রেতাদের উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৫

দেখতে দেখতে পবিত্র রমজান মাস শেষ দশক চলে এসেছে, হাতের নাগালে পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সাথে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে ইতোমধ্যে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেক মানুষ। তবে, রাজধানীর মার্কেট ও শপিংমলগুলোতে এখনও বেশ জমজমাট বেচাকেনা চলছে। ছুটিরদিনে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে রাজধানীর নিউমার্কেট এলাকায়। ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতাদের কারণে পুরো এলাকা যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে নিউমার্কেট, সাইন্সল্যাব এবং এলিফ্যান্ট রোডে সরজমিনে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।
দেখা যায়, নিউমার্কেটের প্রতিটি দোকানেই ঈদের কেনাকাটা পুরোদমে শুরু হয়ে গেছে। পোশাকসহ বিভিন্ন ঈদ সামগ্রী সাজানো হয়েছে দোকানগুলোতে। ক্রেতারা একে একে তাদের পছন্দের পণ্য বেছে নিচ্ছেন। নিউমার্কেটের মূল অংশে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে, তবে আশপাশের গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান সুপার মার্কেট এবং গ্লোব শপিং সেন্টারের ভেতরেও জমজমাট বেচাকেনা চলছে।
আরও পড়ুন: ছুটির দিনে রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা
এছাড়া, পোশাক, জুতা, গহনা, প্রসাধনী, খেলনা ইত্যাদি পণ্য কিনতে আসা ক্রেতারা সড়কে সড়কে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। এ পরিস্থিতিতে কিছুটা দামের সাশ্রয় করতে ফুটপাত থেকেও অনেক ক্রেতাকে পছন্দের পোশাক কিনতে দেখা গেছে।
ক্রেতারা জানান, নিউমার্কেটের অন্যতম আকর্ষণ হলো এখানে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। তবে, এত বেশি ভিড়ের কারণে চলাফেরা করা বেশ কঠিন হয়ে পড়েছে।
ফাহিমা আক্তার নামে এক ক্রেতা বলেন, দুপুরের পর কেনাকাটা করতে এসেছি। এত ভিড় দেখে একটু ভড়কে গিয়েছিলাম। তবে যতটুকু সম্ভব, জিনিসপত্র কিনে নিচ্ছি।
রুবেল হোসেন নামে আরেক ক্রেতা জানান, পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিয়েছি, আর বাকি কেনাকাটাগুলো করতে এসেছি। সাধারণত ঈদের সময় নতুন কাপড় কিনি। নিউমার্কেটের দাম একটু কম, তাই এখানে এসেছি। তবে এত ভিড় আগে কখনো দেখিনি।
আরও পড়ুন: অলিগলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে: ডিএমপি কমিশনার
নাহিদ সাব্বির নামে এক ক্রেতা জানান, অফিসের চাপ থাকে অন্যদিন, তাই আজকে কেনাকাটা করতে এসেছি এখানে। তবে ভিড় বেশি হওয়ার কারণে পোশাক যাচাই-বাছাই করা কঠিন, কিন্তু দাম বেশ সাশ্রয়ী মনে হচ্ছে।
এদিকে, ব্যাপক বিক্রির ফলে বিক্রেতারা বেশ আনন্দিত। তারা বলেন, এই ঈদে বিক্রি বেশ ভালো হচ্ছে। আমরা ক্রেতাদের সুবিধার জন্য পণ্য বিক্রি করছি। এছাড়া, ঈদের বিশেষ ডিসকাউন্ট ও অফারের কারণে ক্রেতাদের আরো আকৃষ্ট করা যাচ্ছে।
ধানমন্ডি হকার্স মার্কেটের আব্দুল লতিফ বলেন, ঈদের আগে আরও ছুটির দিন রয়েছে, তবুও আজ অনেক ভিড়। বিশেষ করে শাড়ি, ছোটদের পোশাক, গহনা ও প্রসাধনীর চাহিদা অনেক বেশি।
নূরজাহান ম্যানশন মার্কেটের বিক্রেতা রবিউল বলেন, এবার ঈদে বিক্রি ভালো হচ্ছে, কিন্তু ভিড় একটু বেশি। তবে আমরা চেষ্টা করছি যাতে ক্রেতাদের কোনো সমস্যা না হয়।
আরও পড়ুন: শপিংমল-মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড়, জমে উঠেছে ঈদের কেনাকাটা
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসেন উদ্দীন জানান, ভিড় নিয়ন্ত্রণে রয়েছে এবং কোন ধরনের উশৃঙ্খলা বা অপরাধ যেন না ঘটে, সেজন্য কঠোর নজরদারি চলছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজর রাখছেন।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলাদেশে ‘এক কিডনির গ্রাম’, দালাল চক্রের ফাঁদে নিঃস্ব মানুষ

৩৬ জুলাই: যেভাবে প্রতীকী ক্যালেন্ডার হয়ে উঠল জাতীয় প্রতিরোধের হাতিয়ার

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রতিনিধিদলের সাক্ষাৎ
