Logo

নামাজরত অবস্তায় ছেলের হাতে বাবা খুন

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মার্চ, ২০২৫, ২১:২৯
68Shares
নামাজরত অবস্তায় ছেলের হাতে বাবা খুন
ছবি: সংগৃহীত

পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় দোদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ায় মাদ্রাসা ছাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা দোদুল হোসেন (৫৩) নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে কেএএম রিফাতকে (১৭) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত দোদুল হোসেন চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার মৃত কাজী নূর মোস্তফার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করতো বাবা। শনিবার (২৩ মার্চ) ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বাবা। এরই জের ধরে রাত পৌঁনে ৮টার দিকে নামাজরত বাবা দোদুল হোসেনকে পিছন থেকে ছুরিকাঘাত করে মাদ্রাসা ছাত্র ছেলে রিফাত। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন দোদুল। পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় দোদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে গ্রেফতার করা হয়েছে। মরদহে হাসপাতালের মর্গে রাখা আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD