পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৪ কোটি টাকা টোল আদায়


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৫


পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৪ কোটি টাকা টোল আদায়
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত এ পরিমণ টোল আদায় করা হয়। এ সময় সেতুটি দিয়ে মোট ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে।


শনিবার (২৯ মার্চ) পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: ঈদের বাকি দুদিন, বকেয়া বেতনের আশায় শ্রম ভবনের সামনে হাজারো শ্রমিক


এর আগে, গত বছরের ৯ এপ্রিল এক দিনে টোল আদায় করা হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। সে বছর ১৪ জুন আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা। 


সে হিসাবে গত ২৪ ঘণ্টায় আদায় করা টোল পদ্মা সেতু চালু হওয়ার পর এ যাবৎকালের পঞ্চম সর্বোচ্চ বলছে সেতু বিভাগ।


আরও পড়ুন: চীন সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ড. ইউনূস


বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার ৩০০ টাকা। 


জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৩ হাজার ৫৮০টি গাড়ি। এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৮ লাখ ১৩ হাজার টাকা।


এমএল/