Logo

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৪ কোটি টাকা টোল আদায়

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মার্চ, ২০২৫, ০৩:৩২
57Shares
পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৪ কোটি টাকা টোল আদায়
ছবি: সংগৃহীত

১ কোটি ৮৮ লাখ ১৩ হাজার টাকা

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত এ পরিমণ টোল আদায় করা হয়। এ সময় সেতুটি দিয়ে মোট ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে।

শনিবার (২৯ মার্চ) পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের ৯ এপ্রিল এক দিনে টোল আদায় করা হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। সে বছর ১৪ জুন আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা। 

সে হিসাবে গত ২৪ ঘণ্টায় আদায় করা টোল পদ্মা সেতু চালু হওয়ার পর এ যাবৎকালের পঞ্চম সর্বোচ্চ বলছে সেতু বিভাগ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার ৩০০ টাকা। 

জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৩ হাজার ৫৮০টি গাড়ি। এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৮ লাখ ১৩ হাজার টাকা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD