Logo

প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি: মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মার্চ, ২০২৫, ০৪:৫১
65Shares
প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার রাজপথে নামবে

বিজ্ঞাপন

জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি এখন রাস্তায় নামে না। কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার রাজপথে নামবে।

শনিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর ১০০ ফিটের বেরাইদ এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপিকে টার্গেট করে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন পিছিয়ে নিতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। দেশে কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না, জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘কোনোভাবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, তবে তা কঠোর হস্তে রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না।

বিজ্ঞাপন

‘বিএনপি এখন রাস্তায় নামে না। কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত আসলে বিএনপি আবার মাঠে নামবে,’ বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিএনপি ভারতের পক্ষেও নয়, পাকিস্তানের পক্ষেও নয়। আমেরিকার পক্ষেও নয়, ইংল্যান্ডের পক্ষেও নয়।বিএনপি বাংলাদেশের পক্ষে।’

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব দাবি করেন, ‘বিএনপি সব পরিবর্তন এনেছে, সংস্কার বিএনপি করেছে। একদলীয় শাসনব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও বিএনপি প্রতিষ্ঠা করেছে।’

বিজ্ঞাপন

এ সময় গত ১৭ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন দলটির মহাসচিব।

তিনি বলেন, ‘এত নির্যাতন, এত মামলা, গুম, খুন, সহ্য করেছে বিএনপি। বিএনপি করে এমন মানুষ নির্যাতনের শিকার হয়েছে ৯৯ শতাংশ। কিন্তু একদিন হঠাৎ করে হাসিনাকে আল্লাহ গুম করে দিলেন, মানুষ শান্তি পেল। ডাইনির হাত থেকে আল্লাহ দেশের মানুষকে রক্ষা করেছেন। নতুন সুযোগ তৈরি করেছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ দানবের থেকে দেশ মুক্তি পেয়েছে উল্লেখ করে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘অতি অল্প সময়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। জনগণ নির্বাচিত সরকার চায়, যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কারণ সব সংগ্রাম হয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। তাই নির্বাচনের কথা বলছে বিএনপি।’

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD