মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর আগামী সোমবার


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৫


মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর আগামী সোমবার
ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে এ বছরের পবিত্র ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামী সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদ উদযাপন করা হবে। সে হিসেবে মালয়েশিয়া এ বছর ৩০টি রোজা পালন করবে।


আগামীকাল রবিবার (৩০ মার্চ) সহজেই খালি চোখে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি।মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা


এদিকে ব্রুনাইও ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। সোমবার ঈদ হলে সেখানকার মানুষ রোজা রাখবেন ২৯টি। দেশটিতে রমজান শুরু হয়েছিল গত ২ মার্চ।


‘চাঁদরাত’ আসার আগেই ঈদের ঘোষণা দিয়েছে ব্রুনাই। রবিবার খালি চোখে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা রমজানের সমাপ্তি এবং ঈদ উদযাপন শুরুর ইঙ্গিত দেয়।


আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্প: মিয়ানমারে নিহতের সংখ্যা ছাড়াল হাজার


এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।


ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয় গত ১ মার্চ। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করছে অস্ট্রেলিয়ার মুসলমানরা।


এমএল/