ভয়-ভীতিহীন দেশ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৫

ভয়-ভীতিহীন দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৩১ মার্চ) বিকেলে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
আমরা দেশে শান্তি চাই; যাতে মানুষ নিজ মনে নিজ আগ্রহে পথ চলতে পারে, কারও ভয়ে ভীত হতে না হয়। পরস্পরের প্রতি সহনশীল হওয়ার আহ্বানও জানান তিনি।
আরও পড়ুন: জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা বলেন, দেশে শান্তি অত্যন্ত জরুরি। তাই পরষ্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবো। যাতে মানুষ নিজের আগ্রহে দেশে চলতে পারে। কারও যাতে ভয়ে চলতে না হয়। উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের অবশ্যই ভাবতে হবে। ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। এখন থেকেই জাতিকে এক সুতোয় গাঁথা শুরু হবে।
তিনি আরও বলেন, ঈদের বাণীই হচ্ছে নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। সমাজে এরকম একটা দিন আমরা স্থির করতে পেরেছি, এটাই আমাদের জন্য একটা মস্তবড় আশীর্বাদ।
আরও পড়ুন: ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজের
এবারের ঈদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আমরা যাতে পরস্পরের কাছে আসি, দূরত্ব থেকে সরে আসতে পারি। চারিদিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি।
জেবি/এজে