Logo

ওয়ানডে সিরিজেও ব্যর্থ পাকিস্তান

profile picture
জনবাণী ডেস্ক
৩ এপ্রিল, ২০২৫, ০২:৫৮
47Shares
ওয়ানডে সিরিজেও ব্যর্থ পাকিস্তান
ছবি: সংগৃহীত

দলীয় ৩২ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছিল বাবর রিজওয়ানরা। ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চেয়েও ব্যর্থ হয়েছে পাকিস্তান। বিপরীতে ঘরের মাঠে দাপট দেখিয়ে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

বুধবার (২ মার্চ) হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে ২৯২ রানের লক্ষ্য দিয়েছিল কিউইরা। জবাব দিতে নেমে মাত্র ২০৮ রানে গুঁটিয়ে যায় পাকিস্তান। এতে ৮৪ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। দলীয় ৩২ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তবে খাদের কিনারা থেকে টেনে সরিয়েছেন ফাহিম আশরাফ ও নাসিম শাহ। 

ফাহিমের ৮০ বলে ৭৩ রানের লড়াকু শেষ হয় বেন সিয়ার্সের বলে হের হাতে ক্যাচ হয়ে। শেষ উইকেটে সুফিয়ান মুকিমের সঙ্গে ৩৪ রানের জুটি করে ফিফটি পূর্ণ করেন নাসিম। এতে ২০০ রানের গন্ডি পার হয় পাকিস্তান। ৪৪ বলে ৫১ রান করে আউট হন নাসিম।

বিজ্ঞাপন

এদিকে নিউজিল্যান্ডের বড় পুঁজি গড়ার পথে কার্যকর অবদান মিচেল হের। ৭৮ বলে হার না মানা ৯৯ রান (৭টি করে চার ও ছক্কা) করেন তিনি। এছাড়া অভিষেকে (প্রথম ওয়ানডে) চমক দেখানো পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদ আব্বাস আজ করেছেন ৬৬ বলে ৪১ রান।

বিজ্ঞাপন

তৃতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত থেকে। পাকিস্তানি ফিল্ডাররা নিউজিল্যান্ডকে বাড়তি ৩২ রান উপহার দিয়েছেন। আর ওপেনার নিক হিলি ২৩ বলে ৩১ ও হেনরি নিকোলস ৩২ বলে ২২ রান করেন। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।

জেবি/ এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD