Logo

কোকোর শাশুড়ির মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক

profile picture
জনবাণী ডেস্ক
৬ এপ্রিল, ২০২৫, ২১:২৬
55Shares
কোকোর শাশুড়ির মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক
ছবি: সংগৃহীত

কোকোর শাশুড়ির মৃত্যুতে মির্জা ফখরুল-তারেক রহমানের শোক

বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুরেমা রেজার মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৬ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো বার্তায় তারা এ শোক জানান।

বিজ্ঞাপন

শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে তার শোকাহত পরিবারের মতো আমিও গভীরভাবে সমব্যথী। একজন স্নেহশীর মা হিসেবে তিনি গভীর মাতৃত্ব ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি সবার কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।’

বিজ্ঞাপন

শোকবার্তায় এসইউএফ মুকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারেকর রহমান।

পৃথক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মেধা ও শ্রম দিয়ে তিনি তার সন্তানদের সুশিক্ষিত, প্রতিষ্ঠিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন। ধর্মপরায়ন ও পরোপকারী হিসেবে মরহুমা এসইউএফ মুকরেমা রেজা প্রতিবেশীদের কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।’

বিজ্ঞাপন

শোকবার্তায় এসইউএফ মুকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

মুকরেমা রেজা রবিবার (৬ এপ্রিল) ভোর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD