ইজি বাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৫


ইজি বাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ফাইল ছবি

নেত্রকোনার মদন উপজেলায় মহাজ (৫) নামের এক শিশু ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছে।


আরও পড়ুন: নেত্রকোনায় ল্যাংটা পাগলার মাজারে হামলা


মঙ্গলবার (৮ এপ্রিল) মদন- কাপাসাটিয়া গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশু মহাজ  মদন ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের জুলহাস মিয়ার ছেলে।


স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, শিশুটির মা-বাবা জীবিকার নির্বাহের তাগিদে চট্টগ্রামে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করে।


শিশু মহাজ তার নানার বাড়িতে  থাকতো। মঙ্গলবার  সকালে কাপাসাটিয়া গ্রামের সামনের  রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি অটোরিকশা  চাপা দেয়। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই  মারা যায়। 


আরও পড়ুন: নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ


মদন থানা ওসি নাঈম মোহাম্মদ  নাহিদ হাসান বলেন, দুর্ঘটনায় একটি শিশু মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে 

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসডি/