Logo

নেত্রকোনায় ল্যাংটা পাগলার মাজারে হামলা

profile picture
জনবাণী ডেস্ক
৫ মার্চ, ২০২৫, ০৩:১৭
50Shares
নেত্রকোনায় ল্যাংটা পাগলার মাজারে হামলা
ছবি: সংগৃহীত

,প্রতি বছরের মতো এবারও ওরসের আয়োজন করা হয়

বিজ্ঞাপন

নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলার একটি মাজারে হামলার ঘটনা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ মার্চ )  রাতে উপজেলার তারাবিহ নামাজের পর ‘তৌহিদি জনতার’ ব্যানারে কিছু লোক মাসকা বাজার সংলগ্ন হজরত শাহ নেওয়াজ ফকিরের (ল্যাংটা পাগলা) মাজারে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ ও মাজার কমিটির লোকজন জানান,প্রতি বছরের মতো এবারও ওরসের আয়োজন করা হয়। আগামী বুধবার মাজারে ৬৪তম বার্ষিক ওরস। এবার পবিত্র রমজান থাকায় ওরসে শুধু দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে তোরণ,প্যান্ডেল ও আলোকসজ্জা করা হয়।

সোমবার রাতে স্থানীয় মসজিদে তারাবিহ নামাজের পর মুসুল্লিরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করে মাজারে হামলা চালান। এ সময় তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

 

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD