নেত্রকোনায় ল্যাংটা পাগলার মাজারে হামলা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৫


নেত্রকোনায় ল্যাংটা পাগলার মাজারে হামলা
ছবি: প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলার একটি মাজারে হামলার ঘটনা হয়েছে।


আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানের পাশে মাজারে হামলা


সোমবার (৩ মার্চ )  রাতে উপজেলার তারাবিহ নামাজের পর ‘তৌহিদি জনতার’ ব্যানারে কিছু লোক মাসকা বাজার সংলগ্ন হজরত শাহ নেওয়াজ ফকিরের (ল্যাংটা পাগলা) মাজারে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ ও মাজার কমিটির লোকজন জানান,প্রতি বছরের মতো এবারও ওরসের আয়োজন করা হয়। আগামী বুধবার মাজারে ৬৪তম বার্ষিক ওরস। এবার পবিত্র রমজান থাকায় ওরসে শুধু দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে তোরণ,প্যান্ডেল ও আলোকসজ্জা করা হয়।


সোমবার রাতে স্থানীয় মসজিদে তারাবিহ নামাজের পর মুসুল্লিরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করে মাজারে হামলা চালান। এ সময় তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


আরও পড়ুন: মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার


এ বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

 

এসডি/