অধ্যাপক আলমগীরের একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন

চিত্রপ্রদর্শনীর মাধ্যমে প্রায় তিরাশি বছর বয়সে অপেশাদার শিল্পী
বিজ্ঞাপন
মৃত্তিকা বিজ্ঞানী অধ্যাপক আলমগীর হাইয়ের প্রথম একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক নাট্যশিল্পী এবং নাট্যকার খায়রুল আলম সবুজ।
বিজ্ঞাপন
বরেণ্য শিল্পী আবদুল মান্নানের সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপসোনিন ফার্মা লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন (অবঃ) আবদুস সবুর খান, প্রধান সমন্বয়ক অধ্যাপক খালেদা আখতার। বরেণ্য শিল্পী আবদুল মান্নান বিকেল ৫টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
এ একক চিত্রপ্রদর্শনী শনিবার (১২ এপ্রিল) থেকে শুক্রবার (১৮ এপ্রিল) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উম্মুক্ত থাকবে। এই চিত্রপ্রদর্শনীর মাধ্যমে প্রায় তিরাশি বছর বয়সে অপেশাদার শিল্পী অধ্যাপক আলমগীর হাই এই প্রথম আঁকিয়ে পরিচয়ে আত্মপ্রকাশ করলেন।
এসডি/








