Logo

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ১৬ সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৩:৫০
29Shares
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ১৬ সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্তির প্রাথমিক অনুমোদন পাওয়া ১৬টি সংস্থা সম্পর্কে যে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা দাখিল করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) কমিশন এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, গণবিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে, অর্থাৎ আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে দাবিসহ আপত্তি জানাতে হবে।

বিজ্ঞাপন

আশাদুল হকের ভাষ্য, যদি কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে তা উপযুক্ত প্রমাণসহ ৬ সেটে দাখিল করতে হবে। অভিযোগকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে। আপত্তি শুনানি শেষে কমিশন গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত নেবে, যা চূড়ান্ত বলে গণ্য হবে।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য ১৬টি বেসরকারি সংস্থা হলো- এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোণা সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ডেভলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর-ডরপ, হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), রুরাল ইকোনোমিক সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো), রাসটিক (রুরাল আনফরচুনেটস সেফটি তালিসম্যান ইল্যুমিনেশন কটেজ), বাঁচতে শেখা, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, মানব উন্নয়ন কেন্দ্র (মাউক), বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেনা অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), যুব একাডেমি, এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এবং উইমেন এন্টারপ্রিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ।

কমিশন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্থানীয়ভাবে ৬৬টি সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দেওয়া হয়। একযোগে আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রাথমিক বাছাইয়ের সময় ৭টি সংস্থার নিবন্ধন অনুমোদন দেওয়া হয়নি। এই ১৬ সংস্থার বিষয়ে যদি কারো কোনো আপত্তি থাকে, সেটি উপযুক্ত প্রমাণসহ কমিশনের কাছে ১৫ কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD