নির্বাচনের দ্বিতীয় টিজারে আবেগঘন আহ্বান ফেলানীর বাবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত হয়েছে দ্বিতীয় অফিসিয়াল টিজার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত ৯টার দিকে এক মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারটি প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
নতুন টিজারটির কেন্দ্রবিন্দুতে ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের মর্মান্তিক ঘটনা। ভিডিওটিতে তার বাবা মো. নূর ইসলামকে মেয়ের হত্যার স্মৃতি তুলে ধরে গভীর বেদনা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
নূর ইসলাম বলেন, এখনও আমি বিচার পাইনি। কীভাবে বিচার পাব? বরং তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। তখন দেশের সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা আর এমন সরকার চাই না।
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, আমরা এমন সরকার চাই না, যারা জনগণের হয়ে কথা বলতে পারে না। দরকার এমন নেতৃত্ব, যারা আমাদের পক্ষে দাঁড়াবে, হত্যার বিচার চাইতে সাহস দেখাবে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ফেলানীর বাবা বলেন, আমরা ভোট দেব, আমাদের ক্ষমতা ফিরিয়ে নেব। এই নির্বাচনে কে জিতবে? বাংলাদেশ জিতবে।
বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, টিজারটির শেষাংশে ভোটারদের উদ্দেশে সরাসরি বার্তা দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন, কেমন বাংলাদেশ চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।
এ টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে মানবিক আবেদন ও রাজনৈতিক বার্তার মিশ্রণ বলে মন্তব্য করছেন।








