Logo

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

profile picture
জনবাণী ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৫, ২৪:৫৩
47Shares
২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি
ছবি: সংগৃহীত

এই আসরটি যৌথভাবে আয়োজন করবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আগামী বছর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ ৪৮ দল নিয়ে মাঠে গড়াবে। এই আসরটি যৌথভাবে আয়োজন করবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র। এই বিশ্বকাপে লিওনেল মেসি খেলবে কি না তা এখনও নিশ্চিত হয়নি। বেশ কয়েকবার নিজের ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে মেসি বলেন, এখনও এসব নিয়ে কিছু ভাবিনি।

সম্প্রতি ‘সিম্পলি ফুটবল’ অনুষ্ঠানেও একই কথা বলেছেন আর্জেন্টাইন এই তারকা। মায়ামি কমপ্লেক্সে গিয়ে মেসির বিশ্বকাপ ভাবনা শুনেছেন কিকে ও তার ছেলে পেদ্রো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মেসি বলেছেন, সত্যি হচ্ছে, আপনি যদি থামতে এবং এটি নিয়ে ভাবতে চান তাহলে এখনও সময় আছে। তবে এটাও ঠিক সময় দ্রুত চলে যায়। আমি দেখব কেমন অনুভব করব। আমি অবশ্যই এটা নিয়ে ভাবছি। তবে নিজের লক্ষ্য স্থির করতে চাচ্ছি না। 

তবে বিশ্বকাপের বছর তার কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে মেসি বলেন, আমার জন্য এ বছর খুবই গুরুত্বপূর্ণ। দিন ধরে ধরে এগিয়ে যেতে চাই এবং শারীরিকভাবে কেমন অনুভব করব সেটার ওপর সবকিছু নির্ভর করবে। সেখানে থাকতে পারব কি না এ নিয়ে আমাকে সৎ থাকবে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে শিরোপা খুইয়েছিল। না হলে মেসির কাছে দুটি বিশ্বকাপ থাকত। এ নিয়ে মেসি বলেন, ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য অনেক যন্ত্রণার ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু সহনীয় হয়েছে। দৃষ্টিভঙ্গি পাল্টেছে। দুটি বিশ্বকাপ জিততে পারতাম, তবে আমার বিশ্বকাপ আছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD