ইতালি থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:১৯ পিএম, ২৭শে এপ্রিল ২০২৫

ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে এবার দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (২৭ এপ্রিল) তিনি ইতালির রোম বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দেশে রওনা হন, যা প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
গতকাল শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ারে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ব নেতাদের সঙ্গে ড. ইউনূসও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা ২১ এপ্রিল কাতারের দোহায় আর্থানা সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন, পরে তিনি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালিতে যান।
আরএক্স/