Logo

শিশু বলাৎকারের দায়ে মোয়াজ্জিনের যাবজ্জীবন

profile picture
জনবাণী ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৫, ০১:২৪
32Shares
শিশু বলাৎকারের দায়ে মোয়াজ্জিনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

৯ বছরের শিশু ছাত্রকে বলাৎকারের দায়ে নাজমুল ইসলাম নামে মসজিদের এক মোয়াজ্জিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহে ৯ বছরের শিশু ছাত্রকে বলাৎকারের দায়ে নাজমুল ইসলাম নামে মসজিদের এক মোয়াজ্জিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম  আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত নাজমুল ইসলাম (২৭) জীবননগর ‍উপজেলার হাসাদাহ ঘুষিপাড়া গ্রামের সেলিম উদ্দীনের ছেলে। রায় ঘোষণার পর পুলিশ প্রহরায় তাকে কারাগারে নেয়া হয়।

আদালত সূত্রে জানাযায়, ২০২৩ সালের ১৫ মে মসজিদের ভেতরে ওই শিশুকে বলাৎকার করেন মোয়াজ্জিন নাজমুল ইসলাম। ওই বছরের ৩০ জুন নাজমুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে মামলাটির চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার তৎকালীন এসআই শাহ আলী মিয়া।

বিজ্ঞাপন

নাজমুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী শিশুর কল্যাণার্থে ব্যবহার করা হবে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এম এম শাহজাহান মুকুল জানান, দণ্ডপ্রাপ্ত নাজমুল এলাকার একটি মসজিদের মোয়াজ্জিন ছিলেন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত আরবি শিক্ষা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছিলেন। আর ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি মসজিদটিতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত আরবী শিক্ষার ছাত্র ছিল। এ রায়ে খুশি রাষ্ট্রপক্ষ।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD