নড়াইলে সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

নড়াইলের লোহাগড়ায় সিএনজি ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নাসির নামে এক সিনএজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি তে থাকা নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: নড়াইলে কারাগারে ভিন্ন আঙ্গিকে নববর্ষ উদযাপন, পান্তা-ইলিশে আপ্যায়ন
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নাসির উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,রবিার বিকেলে লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি ও লোহাগড়া থেকে নড়াইল অভিমুখি একটি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক নাসির নিহত হন।
এ ঘটনায় সিএনজিতে থাকা আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেত নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর লোহাগড়া থানা পুলিশ ও নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে যানচলাচল সাভাভিক করে এবং সিএনজি ও কাভার্ডভ্যান জব্দ করে।
আরও পড়ুন: নড়াইলে দেশীয় অস্ত্র-মাদকসহ যুবলীগ নেতা গ্রেফতার
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানার (টিএসআই) মো.লিয়াকত হোসেন জানান,মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দৈনিক জনবাণীতে সংবাদ প্রকাশের পর দুই ভূমি কর্মকর্তা বরখাস্ত

ভেড়ামারায় কমান্ডো স্টাইলে গুলিবর্ষণ, গ্রামবাসীর প্রতিবাদ

নড়াইলে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্ত্রী সহ ডাকাত দলের সর্দার গ্রেফতার

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
