Logo

বনের রাণী লোকালয়ে ধরা পড়েও ফিরল নিজ রাজ্যে

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৫, ০২:২১
43Shares
বনের রাণী লোকালয়ে ধরা পড়েও ফিরল নিজ রাজ্যে
ছবি: সংগৃহীত

সুন্দরবনের ভোলা নদী পার হয়ে একটি স্ত্রী মায়া হরিণ লোকালয়ে প্রবেশ করে।

বিজ্ঞাপন

বাগেরহাটের শরণখোলার বকুলতলা গ্রামে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়া একটি মায়া হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ ও স্থানীয় টিমের সদস্যরা।

বিজ্ঞাপন

শুক্রবার (০৯ মে) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আওতাধীন বকুলতলা গ্রামে হরিণটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওয়াইল্ড লাইফ টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম এবং কমিউনিটি পেট্রোলিং গ্রুপ-এর সদস্যরা।

বিজ্ঞাপন

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, সুন্দরবনের ভোলা নদী পার হয়ে একটি স্ত্রী মায়া হরিণ লোকালয়ে প্রবেশ করে। হরিণটি দেখে স্থানীয়রা খবর দিলে বন বিভাগের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়।

ওয়াইল্ড টিমের সদস্য মো. আলম হাওলাদার জানান, মোবাইলে ফোনে  খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং হরিণটিকে জীবিত উদ্ধার করে শরণখোলা রেঞ্জের মাধ্যমে সুন্দরবনের গভীরে অবমুক্ত করি। তিনি আরও জানান, উদ্ধার হওয়া হরিণটির ওজন ছিল প্রায় ৩০ কেজি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়দের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের ফলে বন্যপ্রাণীটি নিরাপদে তার স্বাভাবিক আবাসে ফিরে যেতে পেরেছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD