Logo

হাতিয়ায় ইলিশের ট্রলার সহ ৯৩ জেলেকে আটক

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৫, ০৪:৪৪
41Shares
হাতিয়ায় ইলিশের ট্রলার সহ ৯৩ জেলেকে আটক
ছবি: সংগৃহীত

কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি ট্রলারে ৯৩জন জেলে সহ ৬১৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে ৬টি ট্রলারসহ ৯৩ জেলেকে আটক করা হয়েছে।

মৎস্য আহরনের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি ট্রলারে ৯৩জন জেলে সহ ৬১৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার (৯ মে) বিকালে জব্দকৃত মাছ এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ৩ টার দিকে উপজেলার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকার মেঘনা নদী থেকে তাদেকে আটক করা হয়। 

কোস্ট গার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক মৎস্য বিভাগের সমন্বয়ে হাতিয়া উপজেলাধীন হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এফবি মায়ের দোয়া, এফবি আয়ানা, এফবি তাহিয়ান, এফবি সামিয়া, এফবি সাইফুল-২ ও এফবি মায়ের দোয়া নামে ৬টি বোট আটক করা হয়। বোট গুলো  তল্লাশী করে চার লক্ষ একশট্টি হাজারটাকা মূল্যের ৬১৫ কেজি ইলিশ মাছ ও ৯৩ জন জেলেকে বোটসহ আটক করা হয়। 

বিজ্ঞাপন

পরবর্তীতে সিনিয়র মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমান কর্তৃক মোবাইল কোর্ট  পরিচালনা করে জব্দকৃত ৬ টি বোট মালিককে ৪ লক্ষ ৭৬ হাজার ২৫০ টাকা জরিমানা করে ৯৬জন জেলেকে মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সরকার প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

 

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD