Logo

ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৫, ০৬:৪৫
56Shares
ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
ছবি: সংগৃহীত

এমন পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

পাকিস্তান থেকে একের পর এক হামলা হয়েছে বলে দাবি করে আসছে ভারতীয় সরকার। দেশটির দাবি, বৃহস্পতিবার (০৮ মে) রাতে অন্তত ৫০০ ড্রোন পাঠিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (০৯ মে) আনন্দবাজারের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এতে ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ ধারায় প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত যুদ্ধ পরিস্থিতির মতো জরুরি পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির ক্ষমতা পায় রাজ্য। জনগণকে রক্ষা করা, সম্পত্তির সুরক্ষা এবং বিদ্যুৎ, জল ও পরিবহনের মতো প্রয়োজনীয় পরিসেবা চালু রাখার জন্য এ ক্ষমতা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ভারতের প্রতিরক্ষা বিধির ১১ ধারা অনুযায়ী বেশকিছু বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এ ধারায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কী কী করতে পারে তাও উল্লেখ করা আছে। সেগুলো হলো :

বিজ্ঞাপন

এ ধারায় রাজ্য জনগণ এবং সম্পত্তি রক্ষায় প্রয়োজনমতো জরুরি পদক্ষেপের ক্ষমতা পায়।

বিজ্ঞাপন

জরুরি পরিস্থিতিতেও পানি, বিদ্যুৎ, হাসপাতাল পরিসেবা এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে রাজ্যের যে কোনো পদক্ষেপ নেওয়ার সক্ষমতা।

বিজ্ঞাপন

অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোনো সরঞ্জাম কেনার প্রয়োজন পড়ে নিয়ম ছাড়াই তা করার ক্ষমতা।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD