Logo

পুতিনের প্রস্তাব: ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ ১০০ কোটি ডলার অনুদান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৬, ১৪:০২
পুতিনের প্রস্তাব: ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ ১০০ কোটি ডলার অনুদান
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ ১০০ কোটি ডলার অনুদান প্রদানের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ প্রস্তাব সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুতিনের প্রস্তাবে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা থাকা রাশিয়ার অর্থের মধ্যে ফ্রিজ করা ১০০ কোটি ডলার গাজা বোর্ড অব পিসে অনুদান হিসেবে ব্যবহার করা হোক।

এ প্রসঙ্গে রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে পুতিন বলেন, “গাজা বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। মস্কো এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আমন্ত্রণ পর্যালোচনা এবং কৌশলগত মিত্রদের সঙ্গে আলোচনা শেষে আমরা সিদ্ধান্ত নেব। তাই আরও সময় প্রয়োজন।”

বিজ্ঞাপন

“ফিলিস্তিনের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময় বিশেষ। আমরা গাজা পুনর্গঠনে সহায়তা হিসেবে ১০০ কোটি ডলার দিতে চাই। আমাদের প্রস্তাব হলো, ফ্রিজ করা রুশ অর্থ থেকে এই অনুদান দেওয়া হোক। আমরা চাই, গাজা বোর্ড অব পিসে আমাদের যোগদানের সিদ্ধান্তের আগে এই পদক্ষেপ গ্রহণ করা হোক।”

গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে থামানোর উদ্দেশ্যে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ২০ পয়েন্টের শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন। পরিকল্পনায় উল্লেখ ছিল, যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসনের জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠন করা হবে, যা গাজা বোর্ড অব পিস-এর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। বোর্ড সদস্য দেশগুলো সরকারকে পুনর্গঠন তহবিল সরবরাহ ও তহবিলের ব্যয় তদারকি করবে।

বিজ্ঞাপন

ট্রাম্প ইতোমধ্যে বিভিন্ন দেশকে গাজা বোর্ড অব পিসে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। পাকিস্তান, হাঙ্গেরি, মরক্কো, কাজাখস্তান, আর্জেন্টিনা সহ কয়েকটি দেশ ইতোমধ্যেই ইতিবাচক সাড়া দিয়েছে।

সূত্র: আরটি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD