বাংলাদেশ থেকে ওষুধ আমদানির চুক্তি করল আফগানিস্তান

বাংলাদেশ থেকে সরাসরি ওষুধ আমদানির লক্ষ্যে একটি বড় চুক্তি সম্পন্ন করেছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রী মাওলাওই আহমাদুল্লাহ জাহিদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই সমঝোতায় পৌঁছান।
বিজ্ঞাপন
আফগান সংবাদমাধ্যম পাজহক-এর এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, মাওলাওই আহমাদুল্লাহ জাহিদের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশের অন্যতম বৃহৎ দুই ওষুধ কোম্পানি—বেক্সিমকো এবং রেনেটা পিএলসি-র কারখানা ও কার্যক্রম পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
বর্তমানে এই কোম্পানিগুলো বিশ্বের প্রায় ৫০টি দেশে অত্যন্ত সুনামের সঙ্গে ওষুধ রপ্তানি করে আসছে। পরিদর্শনকালে আফগান উপ-মন্ত্রী বাংলাদেশের এই বৃহৎ কোম্পানিগুলোকে আফগানিস্তানে নিজস্ব ওষুধ উৎপাদন কারখানা স্থাপনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি আশ্বস্ত করে বলেন, "বর্তমানে আফগানিস্তানের সর্বত্র শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের সরকার শিল্পায়ন ও উৎপাদন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
সরাসরি যোগাযোগের মাধ্যমে এই চুক্তির ফলে বাংলাদেশের ওষুধ শিল্পের রপ্তানি বাজারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে আফগানিস্তানে বাংলাদেশের ওষুধের একটি শক্তিশালী বাজার তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।








