Logo

কাশ্মিরে ১০ ভারতীয় সেনা নিহত, আহত আরও ১০ জন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৬, ১৭:৫১
কাশ্মিরে ১০ ভারতীয় সেনা নিহত, আহত আরও ১০ জন
ছবি: সংগৃহীত

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১০ জন সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার দোদা জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, দোদা জেলার ভাদেরওয়া-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি এলাকায় সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ ক্যাসপির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িটিতে থাকা সেনাসদস্যরা একটি অভিযানে অংশ নিতে যাচ্ছিলেন।

স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সূত্র জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জন সেনা নিহত হন। গুরুতর আহত আরও ১০ জনকে দ্রুত উদ্ধার করে বিমানে করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দোদায় সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশের সাহসী ১০ জওয়ানের প্রাণহানিতে তিনি গভীরভাবে মর্মাহত। নিহত সেনাদের অসামান্য অবদান ও সর্বোচ্চ আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ করবে বলেও উল্লেখ করেন তিনি।

লেফটেন্যান্ট গভর্নর আরও জানান, শোকের এই মুহূর্তে পুরো জাতি নিহতদের পরিবারের পাশে রয়েছে। আহত সেনাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD