তিন বছর কারাভোগের পর মুক্তি পেলেন সৌদি রাজকন্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আন্তর্জাতিক ডেস্ক: বিনাদোষে তিন বছর কারাগারে থাকা সৌদি রাজকুমারী বাসমা বিনতে সৌদ ও তার কন্যা সুহৌদকে মুক্তি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
শনিবার
(৮ জানুয়ারি) এ তথ্য জানায় বার্তাসংস্থা
এএফপি।
২০১৯
সালে কোনো অভিযোগ ছাড়াই
মেয়েসহ আটক হন তিনি।
রাখা হয় রিয়াদের কড়া
নিরাপত্তা বেষ্টিত কারাগারে। গেল ৩ বছরে
বেশ কয়েকবার বাদশাহ ও ক্রাউন প্রিন্স
বরাবর আবেদন করলেও মেলেনি মুক্তি। মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত প্রিন্সেস বাসমাহ। রাজতন্ত্রের সংস্কারের দাবিতেও সোচ্চার ছিলেন তিনি।
ইয়েমেনে
সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসী আচরণের কড়া সমালোচক বাসমাহ।
এসব কারণেই তিনি আটক হন
বলে ধারণা বিশ্লেষকদের। প্রিন্সেস বাসমাহ প্রয়াত বাদশাহ সৌদের ১০৮ সন্তানের মধ্যে
সবচেয়ে ছোট। সম্পর্কে বর্তমান
বাদশাহ সালমানের ভাতিজি ও প্রিন্স মোহাম্মদ
বিন সালমানের চাচাতো বোন।