Logo

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৫, ০২:০৬
39Shares
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি
ছবি: সংগৃহীত

বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উপলক্ষে দুই দিনের কর্মসূচি পালন করছে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প

বিজ্ঞাপন

"দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) দৃষ্টিনন্দন সাইকেল র‍্যালিটি রাজধানীর খামারবাড়ি অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউটশন বাংলাদেশ (কেআইবি) থেকে শুরু করে ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে হাতিরঝিলে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

বিজ্ঞাপন

বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উপলক্ষে দুই দিনের কর্মসূচি পালন করছে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।

আয়োজকেরা জানান, আমিষের নিয়ামক উৎস দুধ। দুধের কোন বিকল্প নেই। জনসাধারণের জন্য নিরাপদ দুধ উৎপাদন নিরলস কাজ করে যাচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর। পাশাপাশি স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদনেও কাজ করছে সংস্থাটি। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীর বেশকিছু স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের দুধ খাওয়ানো হবে।

বিজ্ঞাপন

রবিবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষেই মুলত আজকের এই সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বয়জার রহমান বলেন, আগামীকাল ১লা জুন সারাদেশে বিশ্ব দুগ্ধ দিবস পালন হবে। এই দিবস রাজধানীসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

বাংলাদেশ দুধ উৎপাদনের সক্ষমতা অর্জন সম্পর্কে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন বলেন, মাংস ও ডিমের তুলনায় দুধ উৎপাদনে পিছিয়ে আছে। তবে নিজস্ব সংকর জাত নির্বাচনের মাধ্যমে দুধ উৎপাদন অনেকটা বৃদ্ধি পেয়েছে, এখন পর্যন্ত দেশে দুধ উৎপাদন ৭০ শতাংশ সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ডা. মো. হারুন-অর-রশিদের উপস্থাপনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামসুননাহার আহমেদ, পরিচালক (কৃত্রিম প্রজনন) কৃষিবিদ মো. শাহজামান খান, পরিচালক (কেন্দ্রীয় ঔষধালয়) ডা. শাহিনুর আলম, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. ফরিদা ইয়াসমিন এ সময় উপস্থিত ছিলেন। 

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD