ধামরাইয়ে ২ ছেলেসহ মায়ের লাশ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫০ পিএম, ২রা জুন ২০২৫


ধামরাইয়ে ২ ছেলেসহ মায়ের লাশ উদ্ধার
ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত এলাকায় বসতঘরে দুই ছেলেসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।


সোমবার (০২ জুন) বেলা ৪টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।


আরও পড়ুন: ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেফতার


নিহতরা হলেন- নাগরিস (৩৭), শামীম (১৭) ও সুলায়মান (৮)। তারা সম্পর্কে মা ও ছেলে। তারা মৃত রাজা মিয়ার পরিবারের সদস্য। বড় ছেলে শামীম ডেকারেটরের কাজ করতেন এবং ছোট ছেলে সোলাইমান মায়ের কাছে থাকতেন। তবে এখন পর্যন্ত তাদের মৃত্যুর কোন কারণ জানা যায়নি বলে জানিয়েছে থানা পুলিশ।


পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিহতের মেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পান। দরজা খুলে ঘরে ঢুকে তিনজনকে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখেন। একপর্যায়ে তাদের ডাকাডাকি করলেও সাড়া দেন না। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 


নিহতের মা ও বোনের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। 


এ বিষয়ে নিহত নারগিস আক্তারের মেয়ে নাছরিন আক্তার বলেন, আমি আজ দুপুরে মায়ের কাছে বার বার মোবাইল ফোনে কল করে তাকে না পেয়ে আমার স্বামীর বাড়ী থেকে মায়ের বাড়ীতে চলে আসি। এসে দেখি ঘরের দরজা বন্ধ। পরে আমি দরজার সামনে গিয়ে মাকে ডাকতে থাকি। কিন্তু ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি মাসহ দুই ভাইয়ের লাশ পরে আছে।


আরও পড়ুন: ধর্ষণের প্রতিবাদে ধামরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক সুরতহালে মৃতদের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয় যায়নি। লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ মৃত্যুর কারণ জানতে কাজ করছে।



এসডি/