খাবার আনতে যাওয়া ২৭ ক্ষুধার্ত ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

খাবার আনতে গিয়ে নতুন করে লাশ হয়ে ফিরেছেন ২৭ ফিলিস্তিনি।
বিজ্ঞাপন
খাবার আনতে গিয়ে নতুন করে লাশ হয়ে ফিরেছেন ২৭ ফিলিস্তিনি।
মঙ্গলবার (৩ মে) দখলদার ইসরায়েলের সেনারা গাজায় ত্রাণ বিরতণ কেন্দ্রের কাছে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ নিয়ে টানা তিনদিন খাবার আনতে যাওয়া মানুষকে লক্ষ্য করে গুলি ছুড়েছে ইসরায়েল। গত রোববার ত্রাণকেন্দ্রের কাছে দখলদাররা ৩৯ জন এবং গতকাল সোমবার আরও তিনজনকে হত্যা করেছিল।
বিজ্ঞাপন
সাধারণ মানুষের ওপর গুলি ছোড়ার কথা স্বীকার করে ইসরাইল দাবি করেছে, রাফাতে ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার জন্য যে রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল সেটির বাইরে কিছু মানুষ চলে গিয়েছিলেন। তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
বিজ্ঞাপন
রেডক্রসের মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাদের ফিল্ড হাসপাতালে ১৮৪ হতাহতকে নিয়ে আসা হয়েছিল। যারমধ্যে ১৯ জনকে হাসপাতালে আসার পর মৃত ঘোষণা করা হয়। আরও আটজন অল্প কিছুক্ষণ পর সেখানে মারা যান।
জাতিসংঘের মানবাধিকার সহায়তা অফিস জানিয়েছে, সাধারণ মানুষের খাদ্য ত্রাণ পাওয়ার ক্ষেত্রে দখলদার ইসরায়েল যে প্রতিবন্ধকতা তৈরি করছে সেটি যুদ্ধপরাধের সামিল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য সংকট তৈরি হয়েছে। এতে করে সেখানকার মানুষের মধ্যে খাবার নিয়ে হাহাকার দেখা যাচ্ছে। বেশিরভাগ সময় না খেয়ে থাকায় এসব মানুষ খাবারের আশায় জীবনের ঝুঁকিও নিচ্ছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স
বিজ্ঞাপন
এসডি/








