এমপি প্রিয়ার সঙ্গে বাগদান সম্পন্ন হার্ডহিটার রিংকু সিংয়ের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কিছুদিন ধরেই ঘুরছে খবরটি। জীবনের নতুন ইনিংস পা দিতে চলেছেন ভারতের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং। গুঞ্জন শোনা যাচ্ছে, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এমপি প্রিয়া সরোজের সঙ্গে ইতোমধ্যে বাগদান পর্ব সেরেও ফেলেছেন হার্ডহিটার এই তারকা। এই বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু জানাননি।
দুই পরিবারের পক্ষ থেকে বাগদানের অনুষ্ঠানটি ঘরোয়া পর্যায়ে রেখেছে। তবে গণমাধ্যমের প্রিয়ার বাবা তুফানি সরোজ জানিয়েছেন, ‘ওদের বাগদানের অনুষ্ঠান। সেই জন্য একত্রিত হয়েছি। আমরা খুব খুশি।’
আরও পড়ুন: টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি: বুলবুল
অনুষ্ঠানে হাজির হন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব। তিনি বলেন, ‘দুজনকে শুভেচ্ছা জানাতে এসেছি। ওরা সুখী হোক।’ সোশাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, রিঙ্কুর পরনে সাদা শেরওয়ানি ও প্রিয়া সুসজ্জিত হালকা গোলাপি লেহেঙ্গায়।
বিয়ের অনুষ্ঠান হতে পারে বছরের শেষদিকে। ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ১৮ নভেম্বর বারাণসীর কোনও বড় হোটেলে তাদের বিয়ে। সেখানে চলচ্চিত্র জগতের পরিচিত ব্যক্তি ও রাজনৈতিক মহলের তারকারা উপস্থিত থাকতে পারেন। জানুয়ারি মাসেই দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল।
আরও পড়ুন: ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে আজ ভারতের অন্যতম ক্রিকেটার বনে গেছেন রিঙ্কু সিং। বাহাতি তারকা ব্যাটারকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স ১৩ কোটি টাকা খরচ করে রেখে দিয়েছে। রিঙ্কুর জীবনসঙ্গী হতে যাওয়া প্রিয়ার দুটি পরিচয়— রাজনৈতিক ও আইনজীবি। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন প্রিয়া। তবে এখন তিনি রাজনীতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন।
এমএল/