Logo

চট্টগ্রামে চারজনের মধ্যে তিনজনই করোনা আক্রান্ত

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৫, ০৬:২২
106Shares
চট্টগ্রামে চারজনের মধ্যে তিনজনই করোনা আক্রান্ত
ছবি: সংগৃহীত

নিজেদের সুরক্ষার জন্য মুখে মাস্ক ব্যবহার করতে হবে

বিজ্ঞাপন

চট্টগ্রামে চারজনের নমুনা টেস্ট করে তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। 

মঙ্গলবার (১০ জুন) সিভিল সার্জন কার্যালয় সূত্রে এমনই তথ্য জানা গেছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তারা হলেন- শফিউল ইসলাম (৭৫), বিবি পারভীন (৫৫) ও নওশীন তাসনীম (৩০)। তাদের মধ্যে শফিউল মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার বাসিন্দা, পারভীন নগরের আকবর শাহ থানা এলাকার এবং নওশীন হালিশহর থানা এলাকার বাসিন্দা। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, শফিউল ও পারভীনের নমুনা নগরের মা ও শিশু জেনারেল হাসপাতাল এবং নওশীনের নমুনা নগরের একটি বেসরকারি হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঢাকার নির্দেশনা মোতাবেক আমরা চারজনের নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে তিনজনই পজিটিভ বলে রিপোর্ট আসছে। আমরা তাদের পর্যবেক্ষণে রেখেছি। জনসাধারণ বিশেষ করে যারা ৬৫ বছরের বেশি বয়সী তাদের প্রতি আমাদের পরামর্শ হলো, নিজেদের সুরক্ষার জন্য মুখে মাস্ক ব্যবহার করতে হবে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD