রেমিট্যান্সে রেকর্ড গড়ল বাংলাদেশ, এক অর্থবছরে আয় ৩০ বিলিয়ন ডলার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০৩ পিএম, ২৯শে জুন ২০২৫


রেমিট্যান্সে রেকর্ড গড়ল বাংলাদেশ, এক অর্থবছরে আয় ৩০ বিলিয়ন ডলার
ফাইল ছবি।

বাংলাদেশে প্রবাসী আয় নতুন মাইলফলক ছুঁয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের ২৮ জুন পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়।


রবিবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


আরও পড়ুন: জ্বালানি তেলের দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি


প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন মাসের প্রথম ২৮ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০ হাজার ৯৭৮ কোটি টাকা।



রেমিট্যান্স আসার পথে ব্যাংকভিত্তিক হিসাব অনুযায়ী:

বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৫ লাখ ডলার

বিশেষায়িত ব্যাংক (দুটি) পেয়েছে ৩৬ কোটি ১২ লাখ ডলার


বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ৭০ হাজার ডলার


এদিকে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুনের ২৮ তারিখ পর্যন্ত প্রবাসীরা মোট ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৫ শতাংশ বেশি এবং দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।


এর আগে, দেশে সর্বোচ্চ প্রবাসী আয় ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার এসেছিল ২০২০-২১ অর্থবছরে। 


আরও পড়ুন: নতুন নোট ছাপিয়ে সাড়ে ৫২ হাজার কোটি টাকা ঋণ


উল্লেখ্য, চলতি বছরের জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার (দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ), এপ্রিলে ২৭৫ কোটি ডলার এবং মে মাসে প্রবাসীরা ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। 


এসডি/