যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল তিন ভবন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ৩০শে জুন ২০২৫


যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল তিন ভবন
সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে অন্তত ৩টি ভবন ধসে পড়েছে।এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু এবং দুই নারী আহত হয়েছেন। 


মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় সময় রবিবার (২৯ জুন) ভোরে ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ এ ঘটনা ঘটে। 


আরও পড়ুন: তবে কি ইসরায়েলের ঘুম হারাম করে ট্রাম্প ইরানের প্রেমে পড়লেন


দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেছেন, একই সারিতে থাকা ৩টি ভবনে বিস্ফোরণ হয়, যার ফলে আগুন লেগে যায়। দুর্ঘটনাস্থলে মানুষ আটকা পড়েছে। দুইজনকে খুঁজে বের করে হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। যদিও বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।


এদিকে, একইদিনে দুপুরে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে আগুন নেভানোর সময় দমকলকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ দুই দমকলকর্মী নিহত ও কয়েকজন আহত হয়েছেন।


গুলিবর্ষণের পর আইডাহোর কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশ বন্দুকধারীদের আটকের চেষ্টা করছে এবং সন্দেহভাজনদের সংখ্যা কত তা নিশ্চিত নয়।



এসডি/