বিচ্ছেদের ৮ বছর পর ‘ভুল বুঝতে পারলেন’ মিথিলা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫


বিচ্ছেদের ৮ বছর পর ‘ভুল বুঝতে পারলেন’ মিথিলা
ফাইল ছবি।

জনপ্রিয় অভিনেত্রী ও শিক্ষাবিদ রাফিয়াথ রশিদ মিথিলা দীর্ঘদিন পর ব্যক্তিজীবনের একটি স্পর্শকাতর অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। সংগীতশিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদের আট বছর পর একটি পডকাস্ট অনুষ্ঠানে মিথিলা জানালেন, সেই সময় তিনি অনেক কিছু ঠিকভাবে বিচার করতে পারেননি।


২০০৬ সালের ৩ আগস্ট তাহসান-মিথিলার বিয়ে হয়। ২০১৩ সালে তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। একসময় ‘আদর্শ দম্পতি’ হিসেবে পরিচিত থাকলেও ২০১৭ সালের মে মাসে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে, যা ভক্তদের মধ্যে বিস্ময় ও হতাশা তৈরি করেছিল।


পডকাস্টে মিথিলা বলেন, “আমি তখন খুবই অল্প বয়সী ছিলাম এবং সদ্য মা হয়েছি। আমার সেই বয়সে ভালো-মন্দ বিচার করার শক্তি ছিল না। মানসিক অবস্থাও ভালো ছিল না, যেখানে আমি জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিতে পারতাম।”


তিনি আরও জানান, বিচ্ছেদের ঘোষণার আগে প্রায় দুই বছর তারা আলাদা ছিলেন। “আমি তখনও ভেবেছিলাম, হয়তো সব ঠিক হয়ে যাবে। শেষ পর্যন্ত তা হয়নি,” বলেন মিথিলা।


জীবনের সেই সময়ের কঠিন বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, “২৩ বছর বয়স থেকে আমি জীবনকে একভাবে কল্পনা করেছিলাম। কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে গেল। আমি তখন চাকরি করতাম, কিন্তু নিজের কোনো গাড়িও ছিল না। অথচ আমার এবং আমার সন্তানের জীবনে সেটি ছিল স্বাভাবিক।”


নারীদের জন্য অর্থনৈতিক স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে মিথিলা বলেন, “মেয়েদের নিজেদের জায়গা থাকে না। শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি—এই দুইয়ের মাঝে জীবনের মানে খুঁজতে হয়। কিন্তু থ্যাঙ্কফুলি এখন আমার নিজের একটা জায়গা আছে। মেয়েদের জন্য সবচেয়ে জরুরি হলো অর্থনৈতিক স্বাধীনতা, যা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়াই কঠিন।”


মিথিলার এই খোলামেলা বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


আরএক্স/