সন্তান জন্ম দিলেই মিলবে নগদ টাকা!


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫


সন্তান জন্ম দিলেই মিলবে নগদ টাকা!
সংগৃহীত ছবি।

সন্তানের মুখে ‘মা’ কিংবা ‘বাবা’ ডাক শোনার অপেক্ষায় পৃথিবীর কে না থাকে !  অথচ একসময় সেই সম্ভাবনাকে নিজ হাতেই রুদ্ধ করেছিল চীন। দীর্ঘদিন ধরে ‘এক সন্তান নীতি’ অনুসরণ করে আজ দেশটি নিম্ন জন্মহারের চরম সমস্যায় ভুগছে। এই সংকট থেকে উত্তরণে এবার অভিনব এক পদক্ষেপ নিয়েছে বেইজিং সরকার। সন্তান জন্ম দিলেই নগদ আর্থিক সহায়তা পাবেন চীনা দম্পতিরা।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ২৪


সম্প্রতি সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে সন্তান জন্ম দেওয়া প্রতিটি দম্পতিকে বছরে একবার ৩,৬০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ হাজার টাকা) করে দেওয়া হবে। এই অর্থ সহায়তা শিশুর বয়স তিন বছর না হওয়া পর্যন্ত চালু থাকবে।


বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে চীনের জনসংখ্যা ১৪১ কোটি। একসময় বিশ্বের শীর্ষ জনবহুল দেশ হলেও বর্তমানে মোট জনসংখ্যার হিসেবে প্রথম স্থানে আছে ভারত ও দ্বিতীয় স্থানে রয়েছে চীন।


এর আগে, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গত শতকের আশির দশকে এক সন্তান নীতি গ্রহণ করেছিল চীন। চীনের জন্মহার হ্রাসের শুরু ২০১০ সালের পর থেকে। এরপর থেকেই সামনে আসতে থাকে একের পর এক সমস্যা— লিঙ্গ ভারসাম্যহীনতা, কর্মক্ষম জনশক্তির ঘাটতি, প্রবীণদের সংখ্যা বৃদ্ধিসহ নানা সংকট। এসব বিবেচনায় ২০১৬ সালে এক সন্তান নীতি বাতিল করে সরকার চালু করে ‘দুই সন্তান নীতি’।


পরে ২০২১ সালে দুই সন্তাননীতি বাতিল করে ৩ সন্তাননীতি চালু করা হয়, কিন্তু তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। উপরন্তু ২০২২, ২০২৩ ও ২০২৪— টানা ৩ বছর নিম্ন জন্মহারের রেকর্ড করেছে চীন।


চীনের জন্য বিষয়টি এখন আর শুধু জনসংখ্যার হিসাব নয়, এটি পরিণত হয়েছে অর্থনীতি, সমাজ ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে। তাই জন্মহার বাড়াতে নগদ প্রণোদনার মতো সাহসী উদ্যোগ নিচ্ছে বেইজিং। তবে এই পদক্ষেপ আদৌ ফলপ্রসূ হবে কি না, সে প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে।

 

আরও পড়ুন: ইরানের বিপক্ষে লড়েছে সৌদি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্যর


প্রসঙ্গত, ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা হারায় চীন। তাদের টপকে জনবহুলের তালিকায় শীর্ষে পৌঁছে যায় ভারত। 


জাতিসংঘের এক প্রতিবেদনের মতে, এভাবে চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে চীনের জনসংখ্যা নেমে আসবে ১৩০ কোটিতে। আর ২১০০ সালের মধ্যে তা আরও কমে হবে ৮০ কোটি।



এসডি/