তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা! চীন-রাশিয়ার বন্ধুত্ব নিয়ে ন্যাটোর হুঁশিয়ারি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫


তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা! চীন-রাশিয়ার বন্ধুত্ব নিয়ে ন্যাটোর হুঁশিয়ারি
সংগৃহীত ছবি।

চীন ও রাশিয়ার ‘নিবিড় বন্ধুত্ব’ শিগগিরই পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।


সোমবার (৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান।


আরও পড়ুন: গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত


মার্ক রুটে বলেন, বর্তমানে ইউক্রেনে যা ঘটছে, অদূর ভবিষ্যতে খুব সম্ভবত তাইওয়ানেও এমনটা ঘটবে। চীন-রাশিয়ার মধ্যে নিবিড় বন্ধুত্ব আছে এবং পশ্চিম যদি এই ব্যাপারটি বুঝতে ব্যর্থ হয়, তাহলে অচিরেই আমরা সম্ভাব্য ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবো, অর্থাৎ একটা বৈশ্বিক যুদ্ধ বেঁধে যেতে পারে।


তিনি বলেন, যদি এই যুদ্ধ বেঁধে যায় তাহলে গত শতকের দুই বিশ্বযুদ্ধের তুলনায় সম্ভাব্য এই যুদ্ধে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হার হবে অনেক বেশি।


ন্যাটো মহাসচিব বলেন, তৃতীয় যুদ্ধের আঁচ পেয়ে ইতোমধ্যে নিজেদের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে দিয়েছে ইউরোপের অনেক দেশ। তারপরও বিশ্বকে বিপর্যয়ের হাত থেকে ঠেকাতে ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই। 


এর আগে, সম্প্রতি ইইউ’র পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেন যুদ্ধে চীন কখনও রাশিয়াকে পরাজিত হতে দেবে না।


আরও পড়ুন: ইরানে ইসরায়েলি হামলা: ন্যায্যতা নিয়ে বুন্ডেসটাগের ‘যথেষ্ট সন্দেহ’


কারণ হিসেবে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনযোগের কেন্দ্রে হয়ে উঠবে চীন এবং এশিয়া-প্রশান্ত অঞ্চল। এর জেরে যে অভূতপূর্ব বৈরিতা দেখা দেবে- তা বিশ্বের জন্য বিপর্যয়কর হয়ে উঠতে পারে।


এসডি/