ইরানে ইসরায়েলি হামলা: ন্যায্যতা নিয়ে বুন্ডেসটাগের ‘যথেষ্ট সন্দেহ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:১৯ পূর্বাহ্ন, ৮ই জুলাই ২০২৫

ইরানের উপর দ ইসরায়েলের হামলা নিয়ে জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগের গবেষণা দপ্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে হামলার ন্যায্যতা নিয়ে ‘যথেষ্ট সন্দেহ’ প্রকাশ করা হয়েছে। বামপন্থি ডি লিংকে দলের আইন প্রণেতা উলরিখ থোডেনের অনুরোধে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
গবেষণা পরিষেবা বলেছে, আন্তর্জাতিক আইনে বিশেষজ্ঞদের বড় একটি অংশ মনে করেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষার দাবি করার জন্য যেসব মানদণ্ড পূরণ করা প্রয়োজন, ইসরায়েলের ইরানে হামলার ক্ষেত্রে তা অসম্পূর্ণ ছিল বলে প্রতীয়মান হয়েছে।
আরও পড়ুন: পুতিন বরখাস্ত করার পর আত্মহত্যা করলেন সাবেক রুশ মন্ত্রী
৫৪ পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়েছে যে, ইরান সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে ইসরায়েলকে সেটা প্রমাণ করতে হতো। কেবল পর্যাপ্ত পরিমাণে পারমাণবিক উপাদান থাকার কারণেই এটা প্রমাণ হয় না বলেও বলা হয়েছে প্রতিবেদনে। বুন্ডেসটাগের গবেষণা দপ্তর আরও বলেছে, ইসরায়েলকে প্রমাণ করতে হবে যে, ইরান তার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছিল।
অবশ্য, ইসরায়েলের গোপন সংস্থার কাছে বাড়তি তথ্য থাকতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়নি বুন্ডেসটাগের গবেষণা এই সেল। তা সত্ত্বেও প্রতিবেদনে বলা হয়েছে, তবুও, ইসরায়েল এখন ইরানের বিরুদ্ধে তার সামরিক পদক্ষেপের আইনি ন্যায্যতা প্রমাণ করতে বাধ্য। জার্মান সরকারের কাছ থেকে তাৎক্ষণিক ভাবে এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানা যায়নি।
আরও পড়ুন: ইরানের ‘কঠিন’ হুঁশিয়ারি, ট্রাম্পের কাছে ছুটে গেলেন নেতানিয়াহু!
তবে মধ্য-ডানপন্থী দল সিডিইউ-এর সদস্য চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যাৎস জুনে ইরানে ইসরায়েলি হামলার প্রতি তার স্পষ্ট সমর্থন জানিয়েছেন। তিনি বলেছিলেন, ইসরায়েল ইরানে আমাদের সকলের নোংরা কাজটি করে দিচ্ছে।
তার এ বক্তব্য নিয়ে জার্মানির বিভিন্ন দলের রাজনীতিবিদেরাও ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। ইরানও তেহরানে জার্মান রাষ্ট্রদূতকে ডেকে এই বক্তব্যের নিন্দা জানিয়েছিল।
এমএল/