করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১৪৯১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১৪৯১

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০২ জনে।

একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে।

রবিবার (৯ জানুয়ারি)  বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১ হাজার ৪৯১ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬.৭৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৬৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে সুস্থ হয়েছেন ২১৭ জন। এনিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে করোনা মারা গেছেন তিনজন। এদের একজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ১০২ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। এরপর থেকে মাঝখানে দুই দিন কেটেছে মৃত্যুহীন। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

ওআ/