বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত: পিউ রিসার্চ সেন্টার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫


বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত: পিউ রিসার্চ সেন্টার
ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত—সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার–এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ভারত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে।


প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৩৪ কোটি ৭০ লাখ, যা অন্যান্য ধর্মের তুলনায় সর্বাধিক। ২০১০ সালে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা ছিল ২৩.৯%, যা ২০২০ সালে বেড়ে হয়েছে ২৫.৬%। জন্মহার বৃদ্ধি ও কম মৃত্যু হারই এই প্রবৃদ্ধির প্রধান কারণ। যদিও ধর্মান্তরিত মানুষের সংখ্যাও যুক্ত হয়েছে, তবে তা তুলনামূলকভাবে খুব কম।


পিউ রিসার্চের রিপোর্টে বলা হয়েছে, ২০১০ সালে ভারতের মোট জনসংখ্যার ১৪.৩% ছিল মুসলিম, যা ২০২০ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৫.২%। ওই দশ বছরে ভারতে মুসলিমদের সংখ্যা ৩ কোটি ৫৬ লাখ বেড়েছে। গবেষকরা এই প্রবৃদ্ধির জন্য তুলনামূলকভাবে বেশি প্রজনন হারের কথা উল্লেখ করেছেন।


রিপোর্টে আরও বলা হয়েছে, ২০১০ সালে ভারতের মোট জনসংখ্যার ৮০% ছিল হিন্দু ধর্মাবলম্বী। ২০২০ সালে তা কমে হয়েছে ৭৯%। তবে বিশ্বজুড়ে হিন্দু জনসংখ্যা মোটামুটি স্থিতিশীল রয়েছে। ২০১০-২০ সময়কালে হিন্দু জনসংখ্যা বেড়েছে ১২%, যা বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির হার (প্রায় ১২%)–এর সমান।


খ্রিস্টান জনসংখ্যা ২০১০ সালে ছিল ২১৮ কোটি, যা ২০২০ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৩০ কোটি। তবে শতাংশ হারে তা কমেছে (৩০.৬% থেকে ২৮.৮%)।


 নাস্তিকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে—২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ২৭ কোটি বেড়ে দাঁড়িয়েছে ১৯০ কোটিতে, যা বৈশ্বিক জনসংখ্যার ২৪.২%।


পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বে মুসলমানদের সংখ্যা দাঁড়াবে প্রায় ২৮০ কোটিতে, যা তখনকার বৈশ্বিক জনসংখ্যার একটি বিশাল অংশ হবে। একইসাথে, ভারত তখন হয়ে উঠবে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ, যা দক্ষিণ এশিয়ার জনসংখ্যা ও ধর্মীয় ভারসাম্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।


আরএক্স/