হাফটাইমে ভেন্যু পরিবর্তনের নজিরবিহীন ঘটনা সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ও নজিরবিহীন ঘটনা। ম্যাচের প্রথমার্ধ হয়েছে একটি ভেন্যুতে, আর দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ণ ভিন্ন ভেন্যুতে। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয় বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু হঠাৎ করেই প্রবল বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। এক ঘণ্টারও বেশি সময় ধরে মাঠ কর্মীদের চেষ্টায়ও মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি।
এমন পরিস্থিতিতে আয়োজক কমিটি দুই দলের সঙ্গে আলোচনা করে একটি তাৎক্ষণিক ও সাহসী সিদ্ধান্ত নেয়—ম্যাচের দ্বিতীয়ার্ধ মাঠ পরিবর্তন করে পাশের অনুশীলন মাঠে আয়োজন করা হবে। সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হয় দ্বিতীয়ার্ধ, কিংস অ্যারেনার টার্ফভিত্তিক অনুশীলন মাঠে।
উল্লেখ্য, এই অনুশীলন মাঠটি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের মতো বড় দলরাও এখানেই অনুশীলন করেছে। বৃষ্টির পানিতে কাদা না জমার সুবিধায় মাঠটি খেলার উপযোগী ছিল।
আরএক্স/