সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু, ঢল নেমেছে নেতাকর্মীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো এককভাবে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। সাইফুল্লাহ মানসুরের উপস্থাপনায় সাইমুম শিল্পীগোষ্ঠী এ সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করে।
সমাবেশস্থলে সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আগত জামায়াতপন্থীরা মিছিলসহ সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা খচিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে হাজারো কর্মী জমায়েত হন উদ্যানে।
নেত্রকোণা, সিরাজগঞ্জ, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কর্মীরা জানান, তাদের উপজেলা ও জেলাগুলো থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন। নেত্রকোণা থেকে ১০ হাজার এবং সিরাজগঞ্জ থেকে ৩০-৪০ হাজার নেতাকর্মী এসেছেন বলে দাবি করেছেন স্থানীয় নেতারা।
সমাবেশ সফল করতে সারাদেশ থেকে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। শুধু উদ্যানের আশপাশে দায়িত্ব পালন করছেন প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক। রাজধানীর শাহবাগ, হাইকোর্ট, মৎস্য ভবনসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তারা আগতদের দিকনির্দেশনা ও সহযোগিতা করছেন।
জামায়াতের পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়েছে সমাবেশে। দাবিগুলোর মধ্যে রয়েছে:
- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
- সব গণহত্যার বিচার
- প্রয়োজনীয় মৌলিক সংস্কার
- ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
- জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
- সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় নির্বাচন
- প্রবাসী এক কোটির বেশি ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা
জাতীয় পর্যায়ে জামায়াতে ইসলামীর এটি প্রথম বড় ধরনের প্রকাশ্য কর্মসূচি, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আরএক্স/