আগে লেভেল প্লেয়িং ফিল্ড, তারপর নির্বাচন: নুরুল হক নুর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩১ পিএম, ১৯শে জুলাই ২০২৫


আগে লেভেল প্লেয়িং ফিল্ড, তারপর নির্বাচন: নুরুল হক নুর
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অন্তর্বর্তী সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাতীয় নির্বাচনের আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হলে নির্বাচনের দিকে না এগোনোর জন্য। তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। নির্বাচন তখনই গ্রহণযোগ্য হবে, যখন সব রাজনৈতিক দল নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারবে।


শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।


আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারকে সুশীলের ভূমিকায় দেখতে চাই না : সারজিস


নুরুল হক নুর বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সব দল যেন নির্বিঘ্নে সভা-সমাবেশ ও প্রচারণা চালাতে পারে, তা নিশ্চিত করতে হবে। আজকের সমাবেশের এটিই একটি বড় দাবি। মৌলিক সংস্কার নিশ্চিত না করে আপনারা (অন্তর্বর্তী সরকার) নির্বাচনের দিকে হাঁটবেন না। তা হলে সেটা আরেকটি প্রতারণামূলক নির্বাচনই হবে।


তিনি বলেন, যারা ইসলামী আন্দোলন করেন, তারা জানেন—আল্লাহ ধন-সম্পদ, ক্ষমতা দিয়ে আবার নিয়েও পরীক্ষা করেন। গত ১৬ বছর আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই তিনি আমাদের ‘রহমতের জুলাই’ উপহার দিয়েছেন। সেই জুলাইয়ে বাংলাদেশের জনগণ দৈত্য-দানবের মতো চেপে বসা ফ্যাসিবাদকে পরাজিত করেছে।


আরও পড়ুন: জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি


কিন্তু বর্তমান বাস্তবতায় নতুন একটি সংকটের ইঙ্গিত দিয়ে নুর বলেন, আজ আমরা দেখতে পাচ্ছি—একসময়ের মজলুম শক্তি, যারা অভ্যুত্থানের অংশ ছিল, তারা আজ অহংকারে ভর করে জালিমে পরিণত হচ্ছে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, যদি আমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাই, তাহলে শেখ হাসিনার মতো আমাদেরকেও আল্লাহ পাক ছাড় দেবেন না।


তিনি সমাবেশে উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন, ছাত্র জনতার সংগ্রাম এবং রক্তের বিনিময়ে আমরা যে ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, সেটিকে টেকসই করতে হলে দেশের শাসনতান্ত্রিক কাঠামোতে মৌলিক সংস্কার আনতেই হবে। তা না হলে এই পরিবর্তনের অর্থহীনতা প্রমাণিত হবে।


এমএল/