বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জন্য মিরপুরে কঠোর নিরাপত্তা


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫


বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জন্য মিরপুরে কঠোর নিরাপত্তা
সংগৃহীত ছবি।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে। এই ম্যাচ ঘিরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।


রবিবার (২০ জুলাই) প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।


বিসিবির নির্ধারিত সময় অনুসারে বিকেল ৪টায় স্টেডিয়ামের গেট খোলার কথা ছিল। কিন্তু তার আগে থেকে প্রতিটি গেটে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


প্রতিটি গেটের প্রবেশ পথ বাশেঁর ব্যারিকেড দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিটি গেটেই পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা।


আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনেই ধীরে ধীরে স্টেডিয়ামের বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করছেন আগ্রহী ক্রিকেটপ্রেমীরা। সন্ধ্যার ম্যাচ হলেও দুপুর থেকেই ভিড় করতে দেখা গেছে টিকেটধারীদের।


 

এসডি/