মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শোকাহত পাকিস্তানি ক্রিকেটাররা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন আরও অনেকে। আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের নেতৃত্বে বিমানটি উড্ডয়ন করার কয়েক মিনিটের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের একটি একাডেমিক ভবনে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং ব্যাপক বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় ভবনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে ভবনের একাংশ সম্পূর্ণ ধসে পড়ে। সারা দেশে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
এই দুর্ঘটনায় কেবল বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গন থেকেও শোক প্রকাশ করা হয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশ পাকিস্তানের বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর সমবেদনা জানিয়েছেন।
পাকিস্তানি পেসার হাসান আলী এক্স (পূর্বের টুইটার)-এ লিখেন, “ঢাকা থেকে আসা মর্মান্তিক খবরে আমি গভীরভাবে শোকাহত। এত নিষ্পাপ প্রাণ অকালে চলে গেল। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার হৃদয় ও প্রার্থনা রইল। আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধরার তাওফিক দেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
স্পিনার শাদাব খান লেখেন,“বাংলাদেশে বিমান দুর্ঘটনার খবরটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের ও তাদের পরিবারের প্রতি আমার চিন্তা, প্রার্থনা ও গভীর সমবেদনা। আহতদের প্রতি রইল শুভকামনা।”
পেসার শাহীন শাহ আফ্রিদি বলেন, “হৃদয়বিদারক এবং মর্মান্তিক। দুর্ঘটনার শিকারদের জন্য প্রার্থনা। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু ঘটুক এবং তাদের শক্তি ও সাহস কামনা করছি।”
সাবেক অধিনায়ক আজহার আলী লিখেন, “ঢাকায় বিমান দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত সকলের জন্য হৃদয় থেকে প্রার্থনা। আল্লাহ যেন এই কঠিন সময়ে তাদের শক্তি ও আরোগ্য দান করেন। আমিন।”
দেশের ক্রীড়াঙ্গনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াব্যক্তিত্বদের এমন সহানুভূতি ও শোকবার্তা প্রমাণ করে, মর্মান্তিক এই দুর্ঘটনার প্রভাব শুধু দেশের সীমানায় সীমাবদ্ধ নয়—এটি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।
প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশের জনগণ এখন চাইছে, ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
আরএক্স/