জাতীয় দল নির্বাচনে নিয়ম ও পদ্ধতির তাগিদ বিসিবি সভাপতির


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫


জাতীয় দল নির্বাচনে নিয়ম ও পদ্ধতির তাগিদ বিসিবি সভাপতির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জাতীয় দলের নির্বাচন প্রক্রিয়ায় নির্দিষ্ট নিয়ম, কাঠামো ও স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। তিনি মনে করেন, একটি কঠোর ও নির্ভরযোগ্য পদ্ধতি ছাড়া মানসম্পন্ন দল গঠন সম্ভব নয়।


জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, যিনি আগে আইসিসির হয়ে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করেছেন, বলেন—"দল নির্বাচনে একটা পদ্ধতি থাকা উচিত। সে অনুসারে খেলোয়াড়দের খেলার সুযোগ দেওয়া যাবে। ওইটা না থাকলে আমরা আমাদের লক্ষ্য হারিয়ে ফেলব।"


তিনি উদাহরণ দিয়ে বলেন, আফগানিস্তান দল হাই পারফরম্যান্স ইউনিট থেকে জাতীয় দলে খেলোয়াড় নিতে কঠোর যাচাই-বাছাই করে। বাংলাদেশেও এমন কাঠামো থাকা উচিত।


বুলবুল আরও বলেন, জাতীয় দলের আন্তর্জাতিক সূচির সঙ্গে মিল রেখে ঘরোয়া ক্রিকেটের ফরম্যাট নির্ধারণ করতে হবে। “যদি টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলতে হয়, তাহলে আগে থেকেই ঘরোয়া ক্রিকেটেও সেই ফরম্যাটে প্রস্তুতি নিতে হবে।”


তিনি জানান, ধাপে ধাপে এই কাঠামোগত উন্নয়নগুলো বিসিবি বাস্তবায়ন করবে।


আপনি চাইলে এই কজরটিকে সংবাদপত্রের জন্য বা ওয়েবসাইট প্রকাশের উপযোগী করে আরও সাজিয়ে দিতে পারি।


আরএক্স/