নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভয়ংকর যুদ্ধবিমান আনছে এরদোয়ান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫


নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভয়ংকর যুদ্ধবিমান আনছে এরদোয়ান
ছবি: সংগৃহীত

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভয়ংকর এক যুদ্ধবিমান আনছে তুরস্ক। ‘কান’ নামে পরিচালিত আলোচিত যুদ্ধবিমান প্রকল্পে দারুণ অগ্রগতি অর্জন করেছে দেশটি। এই মুহূর্তে তাদের তিনটি প্রোটোটাইপ আছে, যার মধ্যে দুটি আকাশে উড়তে যাচ্ছে  আগামী বছরের এপ্রিল থেকে।


টার্কিশ অ্যারোস্পেস ইনকর্পোরেটেডের (টিএআই) প্রধান মেহমেত ডেমিরোগলু শুক্রবার (২৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন। 


আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫ এর অংশ হিসেবে আনাদোলুর প্রযুক্তি ডেস্কে বক্তব্য রাখতে গিয়ে মেহমেত ডেমিরোগলু বলেন, ২০২৪ সালে প্রথম উড্ডয়ন করা ‘কান’ একটি উচ্চ পর্যায়ে চলে গেছে।


আরও পড়ুন: মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচতে মাঝ আকাশে ‘ডুব’ দিলো বিমান


মঙ্গলবার (২২ জুলাই) থেকে শুরু হওয়া এই প্রতিরক্ষা মেলার শেষদিন ছিল রবিবার (২৭ জুলাই)। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয় (এসএসবি) এবং টার্কিশ আর্মড ফোর্সেস ফাউন্ডেশনের সহায়তায় ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, ওয়াও হোটেল এবং আতাকয় মেরিনাতে একযোগে অনুষ্ঠিত হয়েছে এ মেলা।


টার্কিশ অ্যারোস্পেস ইনকর্পোরেটেডের (টিএআই) প্রধান মেহমেত ডেমিরোগলু বলেন, কান উৎপাদনের প্রথম ধাপ শিগগিরই শুরু হতে চলেছে। এর জন্য আমরা সমস্ত কাজ শেষ করে ফেলেছি। আমি এখনও কিছু বলতে চাই না, তবে আমি বলতে পারি যে কিছু চমক আসছে। যুদ্ধবিমান প্রযুক্তিতে এখন অনেক এগিয়ে গেছে তুরস্ক। 


আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব এবার সৌদি আরবে


তিনি আরও বলেন, আমরা ‘কান’কে কেবল একটি বিমান প্রকল্প হিসেবে দেখি না। ‘কান’ একটি দেশের প্রতিরক্ষা শিল্পের শীর্ষে পৌঁছানোর দিকে অদম্য যাত্রা। 


মূলত, প্রতিরক্ষা বাহিনী থেকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান বহর ধীরে ধীরে সরিয়ে ফেলার পরিকল্পনা করছে তুরস্ক। এরই অংশ হিসেবে পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান (অত্যধুনিক রাডার ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম) নির্মাণে হাত দিয়েছে দেশটি। ২০২৩ সালে শুরু এ প্রকল্পের নাম ‘কান’ রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি।


এমএল/