পাকিস্তানে বাস খাদে পড়ে ৯ জন নিহত
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

পাকিস্তানের পাঞ্জাবের চাকাল বিভাগে বাস খাদে পড়ে ৯ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
রবিবার (২৭ জুলাই) এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
চাকাল উদ্ধার সংস্থার মুখপাত্র জানিয়েছেন, বাসটি ইসলামাবাদ থেকে লাহারের দিকে যাচ্ছিল। লাহোর-ইসলামাবাদ মহাড়সকের বালকাসারে আসার পর এটির একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে উল্টে যায়।
আরও পড়ুন: শুল্ক নিয়ে আরও বড় দুঃসংবাদ দিলো মার্কিন যুক্তরাষ্ট্র
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে আহত আরেকজন প্রাণ হারান। এ ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন।
মৃতদের মধ্যে আট মাস এবং এক বছর বয়সসহ চার শিশু রয়েছে। যারমধ্যে ১৪ বছর বয়সী দুই আপন বোন রয়েছে। নিহতদের মধ্যে সর্বোচ্চ ৪৫ বছর বয়সী এক ব্যক্তির আছেন। সূত্র: দ্য ডন।
এমএল/