এমন এক দেশে জন্ম, বিচার দেবো কার কাছে : শবনম ফারিয়া


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৭ পিএম, ২রা আগস্ট ২০২৫


এমন এক দেশে জন্ম, বিচার দেবো কার কাছে : শবনম ফারিয়া
ফাইল ছবি।

দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের গভীর হতাশা প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। 


শনিবার (২ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি রাষ্ট্র, রাজনীতি ও সমাজ নিয়ে ক্ষোভ ঝাড়েন।


স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না।’


শবনম ফারিয়া বলেন, ‘এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে “জুলাই”কে অপমান করে সেই শোক কমায়। আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে। মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।’


তিনি জানান, এখন দেশের মানুষের মতপ্রকাশও নিয়ন্ত্রিত। ‘কিছু বললেই এক পক্ষ বলে, “ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?” আর অন্যপক্ষ বলে, “ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!!!”’


এই অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা?’


সবশেষে শবনম ফারিয়া দেশের মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান। তিনি লেখেন, ‘হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’


তার এই পোস্ট এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, কেউ কেউ আবার ভিন্নমতও জানিয়েছেন।


আরএক্স/