৩৩ বছর বয়সে না ফেরার দেশে হলিউড অভিনেত্রী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:২২ পিএম, ৭ই আগস্ট ২০২৫


৩৩ বছর বয়সে না ফেরার দেশে হলিউড অভিনেত্রী
কেলি ম্যাক। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’-এর অভিনেত্রী কেলি ম্যাক আর নেই। দীর্ঘদিন মস্তিষ্কের টিউমারে ভুগে মাত্র ৩৩ বছর বয়সে জীবনাবসান হলো প্রতিভাবান এই অভিনেত্রীর।


বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের সিনসিনাটিতে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।


কেলির পরিবারের পক্ষ থেকে সামাজিকমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় বলা হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় কেলি আর নেই। একটি উজ্জ্বল, তপ্ত আলো এবার মিলিয়ে গেল অনন্তের পথে, যেখানে একদিন আমাদের সবারই যেতে হবে।


কেলির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তার সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা।


ছোটবেলায় জন্মদিনে ছোট্ট একটি ক্যামেরা উপহার পেয়েছিলেন কেলি। তারপর থেকেই মূলত গল্প বলার প্রতি ভালোবাসা গড়ে ওঠে। শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন তিনি। এরপর অভিনয়ে যুক্ত হন। দ্য ওয়াকিং ডেড ছাড়াও ‘নাইন ওয়ান ওয়ান’, ‘শিকাগো মেড’সহ একাধিক জনপ্রিয় সিরিজে কাজ করেছেন কেলি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করতেন তিনি।


হিন্সডেল সেন্ট্রাল হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন কেলি ম্যাক। পরে চ্যাপম্যান বিশ্ববিদ্যালয়ের ‘ডজ কলেজ অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস’ থেকে সিনেমাটোগ্রাফি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি।


এসডি/