বক্স অফিসে ঝড় তুলেছে ‘সাইয়ারা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:২২ পিএম, ৬ই আগস্ট ২০২৫

বলিউড বক্স অফিসে চলছে নতুন মুখের জয়জয়কার। মোহিত সুরি পরিচালিত রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ তার তৃতীয় সপ্তাহেও দুর্দান্ত আয় করে প্রমাণ করেছে, দর্শক এখন কনটেন্ট ও অভিনয়ের নতুন স্বাদ খুঁজছেন। অন্যদিকে, বিশাল বাজেট ও তারকা বহুল ছবি ‘সন অফ সর্দার ২’ শুরুতেই ধাক্কা খেয়ে ব্যাকফুটে চলে গেছে।
আরও পড়ুন: যে কারণে দেব-শুভশ্রীর প্রেম বিচ্ছেদে রুপ নেয়
১৮ জুলাই মুক্তি পাওয়া ‘সাইয়ারা’তে অভিনয় করেছেন নবাগত দুই তারকা আহান পান্ডে ও অনীত পান্ডা। নতুন জুটির রসায়ন ও ছবির সংগীত দর্শকের মন ছুঁয়ে গেছে। ছবিটি তৃতীয় মঙ্গলবারেও আয় করেছে ২ কোটি ১৮ লাখ টাকা, আর মোট আয় দাঁড়িয়েছে ৩০৯ কোটি ৭০ লাখ টাকা যা এক কথায় অভাবনীয় সাফল্য।
অন্যদিকে, ১ আগস্ট মুক্তি পাওয়া অজয় দেবগনের অ্যাকশন এন্টারটেইনার ‘সন অফ সর্দার ২’ বক্স অফিসে তেমনভাবে সাড়া ফেলতে পারছে না। বিশাল তারকা কাস্ট থাকা সত্ত্বেও, ছবিটি প্রত্যাশা অনুযায়ী দর্শক টানতে ব্যর্থ হচ্ছে।
আরও পড়ুন: দেবের ‘প্রাক্তন’ আমার স্ত্রী, প্রত্যেকেরই অতীত আছে : রাজ চক্রবর্তী
মুক্তির প্রথম দিনে ৭ কোটি ২৫ লাখ টাকা আয় করলেও পঞ্চম দিনে এসে এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি টাকায়। ছবিটির নির্মাণ ব্যয় ছিল ১৫০ কোটি টাকা। তাই আয়ের এই গতিতে ছবির বাজেট তুলে আনা নির্মাতাদের জন্য বেশ কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এসডি/