ওয়াশরুমে কল ছেড়ে কান্নাও করেছি: তানিয়া বৃষ্টি


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৮ পিএম, ৬ই আগস্ট ২০২৫


ওয়াশরুমে কল ছেড়ে কান্নাও করেছি: তানিয়া বৃষ্টি
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় ও পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। একাধারে মডেল ও অভিনেত্রী তিনি। দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। বড় পর্দায় অভিষেক হলেও ছোট পর্দাতেই নিয়মিত কাজ করছেন। তবে তার এই পথ চলা একেবারেই মসৃণ ছিল না। অভিনয় জীবনের সফলতার পেছনে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এই অভিনেত্রীকে। 


সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় না বিষয়ে কথা বলেন তিনি। সেই নাটকে তার চরিত্রটির বিষয়েও বিভিন্ন কথা বলেন তানিয়া বৃষ্টি। জানান, তার ব্যক্তিজীবন ও চরিত্রের মধ্যে অনেকটাই মিল রয়েছে।


বলে রাখা ভালো,  প্রথমবারের মতো তানিয়া বৃষ্টি তার নিজের মনের মতো একটি গল্পে মনের মতো চরিত্রে অভিনয় করেছেন। আওরঙ্গজেব’র রচনায় ও মেধাবী নাট্যপরিচালক তুহিন হোসেনের পরিচালনায় ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। যেখানে জয়িতার বিভিন্ন চ্যালেঞ্জ উঠে এসেছে।


আরও পড়ুন: স্বামীর সঙ্গে ছবি প্রকাশের পর মুখ খুললেন বুবলী


তার কথায়, ‘জয়িতা যতটা চড়াই উতরাই পার করেছে হয়তো তানিয়া বৃষ্টি সেটার মুখোমুখি হয়নি। তবে বর্তমানে ক্যারিয়ারের যে জায়গায় অবস্থান করছেন এ জন্য অনেক কিছু পার করে আসতে হয়েছে। অনেক ধরনের স্ট্রাগল আমি করেছি।’


তবে কখনও হেরে যাননি উল্লেখ করে তানিয়া বৃষ্টি বলেন, ‘এমনও হয়েছে আমার কাজের জন্য ডেট নিয়েছে, আমি অন্য কাজ এটার জন্য বন্ধ করে রেখিছি। কিন্তু হঠাৎ করে বলছে কাজটি হবে না। কারণ হয়তো নায়ক চাচ্ছে না বা অন্য কিছু! এমন অনেক কিছুর মুখোমুখি হয়েছি কিন্তু হেরে যাইনি।’


আরও পড়ুন: মেয়েটা আমার, কথায় কথায় দত্তক বলে এদের কী মজা লাগে: পরীমনি


তিনি আরও বলেন, ‘এমনও কিছু আছে যা পরিবারের সঙ্গে শেয়ার করা যায় না। এমনও হয়েছে ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে কান্না করেছি, যাতে কেউ না শুনে। ওই সময়টা পার করে আজকে আমি এই অবস্থানে। এ কারণে জয়িতার চরিত্রটি করতে গিয়ে আমার স্ট্রাগল অনুভব করতে পেরেছি।’


এমএল/