যুক্তরাষ্ট্রে রোমান্টিক সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৩ পিএম, ৩রা আগস্ট ২০২৫


যুক্তরাষ্ট্রে রোমান্টিক সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী
ছবি: ফেসবুক থেকে নেওয়া।

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। গেলো মাসে দেশ ছাড়লেও তার সফর নিয়ে চর্চা শুরু হয় তখনই, যখন জানা যায় ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শবনম বুবলীও। যদিও যাত্রার তারিখ গোপন রেখেছিলেন তারা, অবশেষে তাদের একসঙ্গে দেখা গেলো নিউইয়র্ক শহরে।


সম্প্রতি নিউইয়র্ক থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বুবলী নিজেই। এসব ছবিতে স্পষ্ট, ছেলে শেহজাদকে নিয়ে বেশ আনন্দঘন সময় পার করছেন শাকিব-বুবলী। কয়েকটি ছবিতে এই তারকা জুটিকে দেখা গেছে রোমান্টিক মুডে—যা ঘিরে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।


এটি প্রথমবার নয়—এর আগেও, ২০২২ সালে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন শাকিব খান। সে সময় নিউইয়র্ক, নায়াগ্রা সহ একাধিক শহর ঘুরে বেড়িয়েছিলেন তিনি। দেশে ফিরে শাকিব বলেছিলেন, “আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।” সেইসঙ্গে জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও তেমনি একটি স্মৃতি উপহার দিতে চান তিনি।


দুই বছর পর এবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়নই যেন হচ্ছে। এবারের সফরে শেহজাদ খান বীরও রয়েছেন বাবার সঙ্গে। পারিবারিক এই ভ্রমণ কতটা দীর্ঘ হবে তা এখনো স্পষ্ট না হলেও, চলতি আগস্ট মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে শাকিব খানের।


আরএক্স/